ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জিমি কার্টারের স্ত্রী রোসালিন কার্টারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
জিমি কার্টারের স্ত্রী রোসালিন কার্টারের মৃত্যু

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী, সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

কার্টার সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে রোসালিনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মিসেস কার্টার গত মে মাসে ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) রোগে আক্রান্ত হন।

এলেইনর রোসালিন স্মিথের জন্ম ১৯২৭ সালের ১৮ আগস্ট। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টারকে বিয়ে করে রোসালিন কার্টার নাম নেন তিনি। তাদের সংসারে ৪ সন্তান রয়েছে।
 
গত শুক্রবার জর্জিয়া রাজ্যের একটি ক্লিনিকে বছর ৯৯ বয়সী স্বামীর সঙ্গে সময় কাটান তিনি। দীর্ঘ দাম্পত্য জীবনে গত জুলাই মাসে তাদের ৭৭তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন জিমি-রোসালিন।  

৯৯ বছর বয়সি জিমি ক্যানসারে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যসেবাকেন্দ্রে আছেন।  হোয়াইট হাউস ছাড়ার পর সবচেয়ে দীর্ঘজীবী সাবেক মাকিন প্রেসিডেন্ট তিনি।

ডেমোক্র্যাট নেতা জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। তখন স্বামীর সঙ্গে হোয়াইট হাউসে বাস করতেন রোসালিন।

স্ত্রীর মৃত্যুতে এক শোক বার্তায় কার্টার বলেছেন, আমার যা কিছু আর্জন তাতে রোসালিন সমান অংশীদার।

 

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।