ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে শেষ হচ্ছে জাতিসংঘের মিশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
সুদানে শেষ হচ্ছে জাতিসংঘের মিশন

সুদানে জাতিসংঘ মিশন শেষ করার পক্ষে প্রস্তাব পাস করেছে নিরাপত্তা পরিষদ। শুক্রবার এ বিষয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটে ১৫ কাউন্সিল সদস্যের মধ্যে ১৪ জন প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া এ ভোটদান থেকে বিরত থাকে।

সুদানে জাতিসংঘের মিশন রোববার (৩ ডিসেম্বর) শেষ হবে। তারপর আগামী তিন মাসের মধ্যে জাতিসংঘ তার সব কর্মকর্তা ও কর্মচারীকে সুদান থেকে প্রত্যাহার করে নেবে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক গত মাসে নিশ্চিত করেছেন, সুদানে জাতিসংঘের মিশনে তাদের ২৪৫ জন কর্মকর্তা নিযুক্ত রয়েছেন। তাদের মধ্যে ৮৮ জন সুদান পোর্টে। বাকিরা নাইরোবি এবং আদ্দিস আবাবায় নিযুক্ত রয়েছেন।  

মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে, সুদানে আন্তর্জাতিক উপস্থিতি না থাকলে দেশটির বেসামরিক নাগরিকদের ভয়াবহ পরিণতি হবে। দেশটিতে সহিংসতা সৃষ্টিকারী অপরাধীদের তৎপরতা বেড়ে যাবে।

সুদানে জাতিসংঘের মিশনটির নাম ইউনাইটেড নেশন্স ইন্টিগ্রেটেড ট্রানজিশন অ্যাসিসট্যান্স মিশন (ইইএনআইটিএএমএস)। ২০২০ সালে স্বৈরাচারী ওমর আল-বশির সরকারের পতন হলে দেশটিতে গণতান্ত্রিক পরিবর্তনে সহায়তা করতে এ মিশন শুরু হয়।


সূত্র: ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।