ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে ১০ বছর পর শেষ হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
মালিতে ১০ বছর পর শেষ হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

মালিতে ১০ বছর পর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ইতি ঘটল। এর মুখপাত্র বলেছেন, দেশটির সামরিক সরকারের আদেশে এ মিশন প্রত্যাহার করা হয়েছে।

 

মিশনটি মালিতে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন নামে পরিচিত। রাজধানী বামাকোতে মিশনের সদরদপ্তর থেকে জাতিসংঘের পতাকা নামানো হয়েছে। সোমবার এর মুখপাত্র ফাতুমাতা কাবা বার্তাসংস্থা এএফপিকে জানান।

প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল বলে তিনি জানান। তবে কিছু উপাদান এখনো সেখানে রয়েছে।  

১ জানুয়ারির পর একটি লিকুইডেশন ফেজ অনুষ্ঠিত হবে, যাতে কর্তৃপক্ষের কাছে অবশিষ্ট সরঞ্জাম হস্তান্তরের মতো কার্যক্রম জড়িত।

২০২০ সালে ক্ষমতা দখল করা মালির সামরিক সরকার গেল জুনে মিশনের প্রস্থান দাবি করে, যদিও সাহেল অঞ্চল এখনো সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার কবলে রয়েছে।  ২০১৩ সালে মিশনটি মোতায়েন করা হয়েছিল।

শান্তিরক্ষা মিশনের সৈন্য প্রত্যাহারের ফলে আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য মালিয়ান বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে লড়াই তীব্রতর হবে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

গত এক দশক ধরে মালিতে মিশনের প্রায় ১৫ হাজার সেনা ও পুলিশ সদস্য দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই সময়ে সেখানে প্রাণ হারান প্রায় ১৮০ জন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।