ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শিশুরা খুদে বার্তায় অতি উৎসাহি হয়ে উঠছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

সান ফ্রান্সিসকো: যুক্তরাষ্ট্রের শিশুরা খুদে বার্তায় অতি উৎসাহি হয়ে উঠছে। তারা প্রতিমাসে গড়ে ৩ হাজার ৩৩৯ টি খুদে বার্তা পাঠায়।

আর এই সংখ্যা গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। শুক্রবার এক সমীক্ষায় এই তথ্য প্রকাশ করা হয়।

পর্যবেক্ষনে দেখা গেছে কিশোরী মেয়েরা প্রতিমাসে ৪ হাজার ৫০ টি খুদে বার্তা লিখে থাকে। আর ছেলে লিখে ২ হাজার ৫৩৯ টি।

১৩ থেকে ১৭ বছরের শিশুরাই বেশি খুদে বার্তা পাঠায়। ১৮ থেকে ২৪ বছরের প্রাপ্ত বয়স্করা প্রতিমাসে এক হাজার ৬৩০ টি খুদে বার্তা পাঠিয়ে থাকেন।

গবেষণায় কিশোরী মেয়েদের ১৪ শতাংশ ৬৪৬ মিনিট ফোনে কথা বলে এবং ছেলেরা কথা বলে ৫২৫ মিনিট। গবেষণায় দেখা গেছে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি যোগাযোগ প্রিয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।