ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন ফ্র্যাক্টাল জ্যামিতির জনক মাঁদেলব্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০
চলে গেলেন ফ্র্যাক্টাল জ্যামিতির জনক মাঁদেলব্র

ওয়াশিংটন: বিখ্যাত গণিতবিদ বেনোই মাঁদেলব্র মারা গেছেন। ফ্র্যাক্টালস নামে পরিচিত গণিতের নতুন একটি শাখা তার হাতেই বিকশিত হয়েছে।

নিউইয়র্ক টাইমস শনিবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে।

তাঁকে ফ্র্যাক্টাল জ্যামিতির জনক বলা হয়।

বেনোই-এর স্ত্রী এলিয়েট জানান, তিনি অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।

তার প্রভাবশালী বই ‘দ্য ফ্র্যাক্টাল জিওমেট্রি অব নেচার’ ১৯৮২ সালে প্রকাশিত হয়। তাঁর ফ্র্যাক্টাল জ্যামিতির সাহায্যে মেঘ বা উপকূলরেখার মতো বিষয়গুলোর পরিমাপ করা সম্ভব হয়। এক সময় ভাবা হতো এগুলোর পরিমাপ সম্ভব নয়।

তিনি তাঁর তত্ত্ব পদার্থবিদ্যা, জীববিদ্যা, অর্থব্যবস্থা ইত্যাতি ক্ষেত্রে প্রয়োগ করেন।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর মাঁদেলব্র পোল্যান্ডে জন্মেছেন। শিশু বয়সেই তিনি পরিবারের সঙ্গে ফ্রান্সে চলে যান। সেখানেই লেখাপড়া করেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তার মৃত্যুতে শোক করে বলেন, ‘তিনি একজন শক্তিশালী ও মৌলিক মনের অধিকারী যিনি কখনোই উদ্ভাবনার পথ থেকে নিজেকে গুটিয়ে নেননি। একইসঙ্গে পুরনো চিন্তাভাবনাও ভেঙে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।