ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
চীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি

চীনের ইউনান প্রদেশের একটি শহরে ভূমিধসে নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা। সোমবার স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে ঝাওটং শহরে এ ভূমিধস হয়।

এতে নিহত হয়েছেন ১১ জন। আর আটকে আছেন ৪৭ জন।  

প্রেসিডেন্ট শি জিনপিং ওই অঞ্চলে সর্বাত্মক উদ্ধারকাজ চালাতে নির্দেশ দিয়েছেন। ওই অঞ্চলে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, খাড়া পাহাড় ভেঙে এ ভূমিধস হয়েছিল।  

ওই অঞ্চল থেকে পাঁচশর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় এক হাজার উদ্ধারকর্মী ওই অঞ্চলে নিয়োজিত রয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াকে ফায়ার ফাইটার লি শেংলং বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান রাতভর অব্যাহত ছিল।

লিয়াংশুই গ্রামের এক বাসিন্দা জিমু নিউজকে বলেন, তারা যখন ঘুমাচ্ছিলেন, তখন ভূমিধসের ঘটনা গটে। তিনি বলেন, একটা ঝাঁকুনি হয়েছিল। মনে হচ্ছিল বড় কোনো ভূমিকম্প।  

কর্তৃপক্ষ এখনো ভূমিধসের কারণ জানায়নি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী তিন দিন হালকা তুষারপাত হবে।  

অঞ্চলটি চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। এ দুর্গম অঞ্চলে ভূমিধস প্রায়ই ঘটে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।