ব্রাজিলে মিনাস গেরিস রাজ্যে গতকাল (২৮ জানুয়ারি) একটি প্লেন বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে খনি-সমৃদ্ধ শহর ইতাপেভাতের একটি পাহাড় ও বন-জঙ্গলে ঘেরা এলাকায় মধ্য আকাশেই এটি বিধ্বস্ত হয়। ব্রাজিলের স্থানীয় মিডিয়ায় প্রচারিত ছবিতে ওই এলাকায় বিমানের ধংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় দমকলকর্মীরা এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে সাতজন আরোহীকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন তারা। যদিও এর আগে তিনজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছিল।
জানা গেছে ব্রাজিলীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান অ্যামব্রেয়ারের তৈরি ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটিতে ১৮ জন যাত্রী বহন করা যেত।
গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এমএম