ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৮ বেসরকারি নিরাপত্তারীকে হত্যা করেছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০
৮ বেসরকারি নিরাপত্তারীকে হত্যা করেছে তালেবান

কাবুল: আফগানিস্তানে তালেবান জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে আট নিরাপত্তরী নিহত হয়েছেন। সোমবার ভোরে দেশটির হেলমান্দ প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গিরা হামলা চালালে দু’পরে মধ্যে গুলিবিনিময়ে হতাহতের এ ঘটনা ঘটে।

কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বন্দুকযুদ্ধে দুজন রী আহত এবং এক জঙ্গি নিহত হন বলেও প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন।  

তালেবান জঙ্গিদের সঙ্গে মার্কিন ও ন্যাটো বাহিনীর নয় বছরের যুদ্ধে হেলমান্দে সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিকে হেলমান্দের ঘটনার এক ঘণ্টা পর দেশটির হেরাত শহরে বোমা হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত ও এবং আটজন আহত হন।

প্রাদেশিক সরকারের মুখপাত্র নাকিবুল্লাহ আরউইন জানান, পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গিদের বোমা হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত ও আটজন আহত হয়েছেন।  

হেরাত আফগানিস্তানের সবচেয়ে অগ্রসর শহর হলেও চলতি বছর আশঙ্গাজনকভাবে এখানে সহিংসতা বেড়ে গেছে।

তালেবান ও অন্য জঙ্গিদের আত্মঘাতি এবং দূরনিয়ন্ত্রিত বোমা হামলায় আফগানিস্তানে এ বছর রেকর্ড ৬শ’ বিদেশি সেনা নিহত হন।

এসব হামলায় বিশেষত জঙ্গিদের হাতে বছরের মাঝামাঝি সময়ে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।    

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।