ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক আহত

গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহর উত্তরে ইসরায়েলি হামলায় আল জাজিরার প্রতিবেদকসহ দুই সাংবাদিক আহত হয়েছেন। খবর আল জাজিরার।

 

আল জাজিরা অ্যারাবিক প্রতিবেদক ইসমাইল আবু ওমর ও তার ক্যামেরাম্যান আহমাদ মাতারের অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য মঙ্গলবার তাদের খান ইউনিসের ইউরোপিয়ান গাজা হাসপাতালে পাঠানো হয়েছে।  

আবু ওমরের ডান পা কেটে ফেলা হয়েছে। তার মাথায় ও বুকে শার্পনেলের টুকরো রয়ে গেছে। চিকিৎসকরা তার বাঁ পা রক্ষার চেষ্টা করছেন। ফিমোরাল ধমনীতে সম্ভাব্য ক্ষত থেকে বেশ রক্তক্ষরণের পর তার অস্ত্রোপচার চলছে।  

দুই সাংবাদিকই রাফাহ শহরের উত্তরে মিরাজে ইসরায়েলি ড্রোন হামলায় আহত হন। তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পরিস্থিতি তুলে ধরছিলেন।

ইসরায়েল জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা বাড়িয়েছে। ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ২৮ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।  

মুহাম্মদ আল-আস্তাল নামে হাসপাতালের এক চিকিৎসক বলেন, আবু ওমরের জীবন ঝুঁকিতে রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।