ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মত পাল্টে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে পিটিআই  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
মত পাল্টে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে পিটিআই  

কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনে নতুন প্রচেষ্টার অংশ হিসেবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সঙ্গে জোট সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।  

বিরোধীদলের আসনে বসার আগ্রহ প্রকাশের দুই দিনের যেতে না যেতেই মত পাল্টে রোববার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতারা কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনের বিষয়ে নতুন করে আশা প্রকাশ করেন।

নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন দাবি জোরদার করতে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিজেদের পক্ষের আসনসংখ্যা বাড়াতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার বিষয়ে পিটিআই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

পিটিআই কেন্দ্র এবং পাঞ্জাবে ওয়াদাত-ই-মুসলিমিন, খাইবার পাখতুনখাওয়ায় জামায়াতে ইসলামি সঙ্গে জোট গড়তে চেয়েছিল। কিন্তু জামায়াতে ইসলামি জানিয়েছে তারা খাইবার পাখতুনখাওয়ার আংশিক জোটে আগ্রহী নয়। ফলে প্রদেশটিতে সরকার গঠনে জমিয়তে উলামায়ে ইসলাম-নাজরিয়াতি এবং তেহরিক-ই-ইনকিলাবের সঙ্গে যোগাযোগ করছে পিটিআই।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।