ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চেচনিয়ার সংসদ ভবনে হামলা, ৩ রক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০
চেচনিয়ার সংসদ ভবনে হামলা, ৩ রক্ষী নিহত

গ্রোজনি: চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে দেশটির সংসদ ভবনটিতে হামলা চালানো হয়েছে বলে খবর দিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো।

প্রাথমিক খবরে পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাওয়া না গেলেও বার্তাসংস্থাগুলো এ ঘটনায় হতাহতের খবর দিচ্ছে।

  একটি বার্তা সংস্থা তিনজন রক্ষী নিহত হওয়ার কথা জানাচ্ছে।

তবে মস্কোনিউজ জানায়, নিহতের সংখ্যা কমপক্ষে চার জন। যাদের প্রত্যেকেই বেসামরিক নাগরিক। অন্তত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানায় সংবাদ সংস্থাটি।    

অন্য একটি বার্তা সংস্থা বলছে হামলাকারী জঙ্গিদের প্রত্যেককেই হত্যা করা হয়েছে।    
 
রাশিয়ার দুটি স্থানীয় সংবাদ সংস্থা জানায় সংসদ ভবনের কাছে গোলাগুলির শব্দ শোনা গেছে। অপর একটি সংবাদ সংস্থা বলছে একজন আত্মঘাতি বোমারু ভবনটিতে হামলা চালিয়েছে।

অন্য সংবাদ মাধ্যম বলছে, সেখানে কয়েকজনকে জিম্মি করেছে হামলাকারীরা। সহিংসতাও অব্যাহত থাকার কথা জানায় সংবাদ মাধ্যমটি ।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্রকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স জানাচ্ছে, “এখনো সেখানে গুলির শব্দ শোনা যাচ্ছে। মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী, দাঙ্গা পুলিশ ও প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এরইমধ্যে ভবনটির কাছে পৌঁছে গেছে। ”

অপর একটি সূত্র বলছে, পার্লামেন্টের স্পিকারের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে তবে স্পিকার দুকুভাখা আবদুর রাখমানভ অক্ষত বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।

মস্কোনিউজ আরও জানায়, চেচেন সাংসদদের একটি গাড়ি বহরকে অনুসরণ করে ভবনে প্রবেশের সিড়ির মুখে বোমা বিষ্ফোরণ ঘটায় হামলাকারীরা।

স্পিকারের কক্ষের সামনে তাদের সঙ্গে নিরাপত্তা রক্ষীর গুলি বিনিময় হয়।

অসমর্থিত খবরের বরাত দিয়ে মস্কোনিউজ  আরও জানায়, ঘটনাটি ঠিক সংসদ ভবনে ঘটেছে কিনা তাও অস্পষ্ট। এতে বলা হয়েছে ভবনটির পাশের অপর একটি ভবনে এ গোলাগুলি হতে পারে। এটি একসময় দেশটির কৃষি মন্ত্রণালয়ের ভবন হিসেবে ব্যবহৃত হতো।       
 
বাংলাদেশ সময় ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।