ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
গাজায় যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের

গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি ইস্টার সানডের বার্তায় এ আহ্বান জানান।

স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও ৮৭ বছর বয়সী পোপ ভ্যাটিকানে ইস্টার জমায়েত পরিচালনা করেন। খবর বিবিসির।

বিশ্বব্যাপী সংঘাতের প্রসঙ্গ টেন পোপ অস্ত্র ছাড়ার আহ্বান জানান। তিনি বলেন, অস্ত্রের মাধ্যমে শান্তি আসে না। হৃদয় খুলে হাত বাড়ানোর মাধ্যমে শান্তি আসে।  

পোপের ভাষণ শুনতে সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো লোক জড়ো হন।  

ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরুর প্রসঙ্গ টেনে ফ্রান্সিস বলেন, আমি আরও একবার আহ্বান জানাই, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে। যুদ্ধবিরতির জন্য ৭ অক্টোরের জিম্মিদের মুক্ত করার আহ্বান জানাই।  

শিশু থেকে শুরু করে বেসামরিকদের ওপর যুদ্ধের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের চোখে কতটা কষ্ট আমরা দেখছি। সেই চোখ দিয়ে তারা জানতে চায়, কেন? কেন এত মৃত্যু? কেন এত ধ্বংস? যুদ্ধ সবসময় অযৌক্তিক, এতে পরাজয়।

তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতেও কথা বলেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ৩১ ,২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।