ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুন ৩, ২০২৪
ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদকের পদত্যাগ

আমেরকিার আলোচিত সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ এর  নির্বাহী সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন স্যালি বুজবি।

রোববার গভীর রাতে হঠাৎ করেই এ পদত্যাগের কথা জানান পত্রিকাটির প্রধান নির্বাহী কর্মকর্তা উইলিয়াম লুইস।

সম্প্রতি আমেরিকার এ সংবাদপত্রটিতে বড় ধরনের পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে নির্বাহী সম্পাদকের পদত্যাগের ঘোষণা এলো।

২০২১ সালে বুজবি ওই পদে যোগ দেন। আমেরিকার ১৫০ বছরের ইতিহাসে বুজবি পোস্টের প্রথম নারী সম্পাদক ছিলেন।

সংবাদপত্রটি বলেছে, প্রকাশক এবং সিইও উইলিয়াম লুইস জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর নির্বাহী সম্পাদকের পদত্যাগের বিষয়টি সবচেয়ে বড় পদক্ষেপের অংশ।

লুইস বলেন, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর নির্বাহী সম্পাদকের পদ গ্রহণ করছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক সম্পাদক-ইন-চিফ ম্যাট মারে৷

অ্যাসোসিয়েটেড প্রেসের সাবেক প্রধান সম্পাদক বুজবির পদত্যাগের কোনো কারণ দেওয়া হয়নি। কর্মীদের কাছে একটি ইমেলে লুইস বলেন, এ বছর ‘নিউজরুমের একটি নতুন বিভাগ’ চালু করা হবে। নতুন বিভাগটি প্রথাগত নিউজরুম এবং সম্পাদকীয়/মতামত বিভাগ থেকে আলাদা হবে।

ওই বিভাগ আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সাংবাদিকতার ওপর ফোকাস করবে বলে লুইস কর্মীদের মেইল বার্তায় জানান।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ