ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে বন্দুক হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জুন ১০, ২০২৪
কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে বন্দুক হামলায় নিহত ৯

কাশ্মীরের ভারতীয় অংশে একটি বাসে বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। হিন্দু তীর্থযাত্রীদের ওই বাসটি বন্দুকধারীদের হামলায় খাদে পড়ে গেলে আরও ৩৩ জন আহত হন।

 

রোববার(৯ জুন) কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় রিয়াসি শহরের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। হামলার শিকার হওয়ার আগে বাসটি ওই এলাকার একটি জনপ্রিয় হিন্দু মন্দির, মাতা বৈষ্ণো দেবী মন্দির থেকে ফিরছিল বলে জানা গেছে। খবর এনডি টিভি

রিয়াসি জেলার পুলিশ প্রধান মোহিতা শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, বন্দুকধারীরা বাসটিতে অতর্কিত হামলা চালায় এবং নির্বিচারে গুলি চালায়। পরে বাসটি খাদে পড়ে যায়। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আহতদের নারায়ণ হাসপাতাল ও রিয়াসি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা,জুন ১০,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।