ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লে পেনকে সমর্থন ইসরায়েলি মন্ত্রীর, ম্যাক্রোঁর নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
লে পেনকে সমর্থন ইসরায়েলি মন্ত্রীর, ম্যাক্রোঁর নিন্দা

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েলের এক মন্ত্রীর ‘অগ্রণযোগ্য’ মন্তব্যের নিন্দা জানিয়েছেন।  

ওই মন্ত্রী পার্লামেন্ট নির্বাচনের আগে প্রকাশ্যে উগ্র ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনের প্রচারণায় শামিল হয়েছিলেন।

ইসরায়েলি বিভিন্ন নিউজ আউটলেট প্রতিবেদনে বলছে, প্রবাসীমন্ত্রী অ্যামিচাই চিকলি বলেন, ন্যাশনাল পার্টির নেতা ‘ইসরায়েলের জন্য দারুণ হবেন’।

ক্ষুব্ধ ম্যাক্রোঁ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কল করে ওই মন্তব্য নিয়ে অভিযোগ জানিয়েছেন।

এ নিয়ে মন্ত্রী চিকলি অবশ্য বলছেন, আমার মনে হয় নেতানিয়াহু আর আমার মতামত একই। এটি ব্যক্তিগত বিষয় নয়।  

চিকলি বলেন, হামাস, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ইহুদিবিরোধীদের বিরুদ্ধে ইহুদি সম্প্রদায়ের লড়াইয়ে অবস্থান বিবেচনায় লে পেনকে তিনি সমর্থন করছেন।  

ফ্রান্সের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে বলেন, চিকলি যে মন্তব্য করেছেন, তা ‘অগ্রণযোগ্য’ এবং এক ধরনের হস্তক্ষেপ।  

ফোনকল-সংশ্লিষ্ট দুটি সূত্র নিউজ ওয়েবসাইট এক্সিওসকে এমনটি জানিয়েছে।  

ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের কোনো মন্ত্রী আর কথা বলবেন না, নেতানিয়াহুর এমন প্রতিশ্রুতির মাধ্যমে ফোনকলটি শেষ হয়।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা চিকলির এমন আচরণকে ‘কূটনৈতিক বোমা’ বলে বর্ণনা করেছেন। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এমনটি জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।