ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে বিমান হামলা বাড়িয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
দক্ষিণ লেবাননে বিমান হামলা বাড়িয়েছে ইসরায়েল

লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা বাড়িয়েছে ইসরায়েল। এ অঞ্চলে ব্যাপক উত্তেজনার আশঙ্কার মধ্যেই বিমান হামলা চালাচ্ছে দেশটি।

খবর আল জাজিরার।

ইসরায়েলি যুদ্ধবিমান মাহমুদিয়েহ, কসর আল-আরশ শহর এবং জেজিন অঞ্চলের বিরকেত জব্বুরে বৃহস্পতিবার হামলা চালায় বলে জানায় লেবাননের জাতীয় বার্তা সংস্থা।  

নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলছে, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই সবচেয়ে তীব্র বোমা হামলা। গাজা যুদ্ধের শুরু থেকেই ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সীমান্ত সংঘাত চলছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান বাহিনী প্রায় ১০০ রকেট লঞ্চারের পাশাপাশি অন্যান্য অবকাঠামোতে আঘাত করেছে। হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।  

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে।  

ইসরায়েল লেবানন সীমান্তের কাছাকাছি এলাকাটিকে নিরাপদ করতে চাচ্ছে, যাতে সংঘাতে ঘরছাড়া বাসিন্দারা ঘরে ফিরতে পারেন।

গ্যালান্ত বলেন, আমাদের সামরিক পদক্ষেপের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এদিকে বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতা  হাসান নাসরাল্লাহ বলেন, লেবানন ও সিরিয়ায় চলতি সপ্তাহে তাদের সদস্যদের ওপর পেজার ও ওয়াকিটকি হামলা সব সীমা ছাড়িয়েছে। তারা এর প্রতিশোধ নেবেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি নেতারা হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের সতর্কতা বাড়িয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।