ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৈরুতের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
বৈরুতের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ১৩

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত রাতে দক্ষিণ বৈরুতের একটি হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হয়েছে, যার মধ্যে একটি শিশুও রয়েছে।  

ওই হামলায় আহত হয়েছেন আরও ৫৭ জন।

রফিক হারিরি হাসপাতালের কাছে ওই হামলায় প্রাথমিকভাবে ৩২ জন আহতের কথা জানানো হয়ছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরের কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত হাসপাতালটি লেবাননের বৃহত্তম জনস্বাস্থ্য কেন্দ্র। খবর আল জাজিরা

এদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের টায়ার শহরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে এই এলাকা থেকে লোকজনদের সরে যেতে বলেছিল ইসরায়েলি বাহিনী।  

অপরদিকে এক বিবৃতিতে দখলদার ইসরায়েলি সামরিক জানিয়েছে, তারা হিজবুল্লাহর একটি নৌ ঘাঁটি ধ্বংস করেছে। তাছাড়া একাধিক হামলায় হিজবুল্লাহর অস্ত্রের ডিপো, কমান্ড সেন্টারসহ বেশ কিছু ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।