দিল্লির বিখ্যাত চাঁদনি চক বাজার থেকে ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাথোর মোবাইল ফোন চুরি হয়েছে। গত সপ্তাহের এ ঘটনায় দিল্লি পুলিশ চার যুবককে গ্রেপ্তার করেছে।
এনডিটিভির খবর, গত ২০ অক্টোবর রাষ্ট্রদূত থিয়েরি মাথো তার স্ত্রীকে নিয়ে চাঁদনি চক বাজারে যাচ্ছিলেন। তারা জৈন মন্দিরের কাছাকাছি যাওয়ার পর থিয়েরির মোবাইল চুরির ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ফরাসি রাষ্ট্রদূতের পকেট থেকে ফোনটি চুরি করেছে। থিয়েরি দিল্লি পুলিশের কাছে অনলাইনের মাধ্যমে একটি এফআইআর দায়ের করেছিলেন।
খবরে বলা হয়েছে, ২১ অক্টোবর মোবাইল চুরির বিষয়টি দূতাবাস মারফত জানতে পারেন পুলিশ কর্মকর্তারা। এরপর তারা চাঁদনি চক এলাকার সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করে অপরাধীদের সনাক্ত করেন।
যে চার অপরাধী মোবাইল চুরিতে জড়িত তাদের বয়স ২০ থেকে ২৫ বছর। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গ্রেপ্তাররা ট্রান্স-যমুনা এলাকার বাসিন্দা। পুলিশ তাদের কাছ থেকে ফোনটি উদ্ধার করে রাষ্ট্রদূতের কাছে ফিরিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমজে