ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনে মার্কিনীদের আস্থা নষ্ট করতে চায় রাশিয়া-ইরান: এফবিআই  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
নির্বাচনে মার্কিনীদের আস্থা নষ্ট করতে চায় রাশিয়া-ইরান: এফবিআই  

রাশিয়া এবং ইরান মার্কিন নির্বাচনে জনআস্থা নষ্ট করার লক্ষে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা।  

ঊর্ধ্বতন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, জানুয়ারিতে নির্বাচন প্রত্যয়িত না হওয়া পর্যন্ত মস্কো ও তার মিত্রদের প্রচেষ্টা রাজনৈতিক বিভেদ সৃষ্টি করতে পারে।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে, গোয়েন্দা, আইন প্রয়োগকারী সংস্থা এবং নির্বাচনী প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে তাদের উদ্বেগ প্রকাশ করে। খবর নিউ ইয়র্ক টাইমস

ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের অফিস, সাইবার সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং এফবিআই এক যৌথ বিবৃতিতে জানায়, রাশিয়ার নেতৃত্বে বিদেশি প্রতিপক্ষরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে এবং আমেরিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে  প্রচারাভিযান পরিচালনা করছে।

নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাদের সতর্কতা বাড়িয়েছে। দুই সপ্তাহ আগে তারা নির্বাচন-পরবর্তী সহিংসতার বিষয়ে সতর্ক করেছিল। গত ১০ দিনে রাশিয়ান প্রচেষ্টা সম্পর্কে তিনটি সতর্কতা জারি করেছে তারা।  

সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর জেন ইস্টারলি বলেছেন, তার সংস্থা নির্বাচনের হুমকি সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য নিয়মিত আপডেট দিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।