ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মানহানির মামলায় এবিসি নিউজ থেকে দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
মানহানির মামলায় এবিসি নিউজ থেকে দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের গণমাধ্যম এবিসি নিউজের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন, সেটি মীমাংসার জন্য ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার পাচ্ছেন।

মামলায় গণমাধ্যমটির তারকা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাসের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করেন ট্রাম্প।

খবর বিবিসির।

চলতি বছরের মার্চে স্টেফানোপোলাস এক সাক্ষাৎকার নেওয়ার সময় বলেন, ট্রাম্প ‘ধর্ষণের জন্য দায়ী’। সাক্ষাৎকারটি ছিল এক কংগ্রেসওম্যানের।

গত বছর এক দেওয়ানি মামলায় আদালত বলেন, ট্রাম্প ‘যৌন হয়রানির’ জন্য দায়ী। তবে ধর্ষণের জন্য দায়ী নন। সেখানকার আইনে ‘ধর্ষণ’ ও ‘যৌন নির্যাতন’র আলাদা সংজ্ঞা রয়েছে।

গত শনিবার (১৪ ডিসেম্বর) মামলা মীমাংসার সিদ্ধান্ত হয়, যা নিয়ে এবিসি নিউজ কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করবে বলে জানা গেছে। বিবৃতিতে স্টেফানোপোলাসের মন্তব্যের জন্য ‘অনুতাপ’ প্রকাশ করার কথা রয়েছে।

সমঝোতা অনুযায়ী, এবিসি নিউজ একটি ‘প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন এবং মিউজিয়াম’ প্রতিষ্ঠার জন্য ১৫ মিলিয়ন ডলার দান করবে, যা মামলার বাদী ট্রাম্প বা তার পক্ষে প্রতিষ্ঠা করা হবে।

এছাড়া ট্রাম্পের আইনগত খরচও বহন করবে এবিসি কর্তৃপক্ষ।

মামলা মীমাংসার শর্ত অনুসারে, এবিসি নিউজ চলতি বছরের ১০ মার্চ অনলাইনে প্রকাশিত তাদের প্রতিবেদনের নিচে একটি এডিটরের নোটও যোগ করবে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।