আর কিছুক্ষণ পরই শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার আগে হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প।
সোমবার ক্যাপিটলে নতুন প্রেসিডেন্টের এই শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে। সাক্ষাতের পর জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে হোয়াইট হাউস ছাড়েন। তারা একটি লিমুজিনে চড়ে ক্যাপিটলের উদ্দেশে রওনা হন।
তাদের গাড়িবহরে সামনে ও পেছনে পুলিশ ও সিক্রেট সার্ভিসের সদস্যরা ছিলেন। নিরাপত্তার জন্য আশপাশের সড়কগুলোতে শতশত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
এরইমধ্যে ক্যাপিটলের শপথ অনুষ্টানস্থলে নিমন্ত্রিতরা জড়ো হতে শুরু করেছেন। তাদের মধ্যে ইলন মাস্ককেও দেখা গেছে। রিপাবলিকান আইনপ্রণেতারা একে একে ক্যাপিটলে আসছেন।
ট্রাম্পের আসন্ন প্রশাসন ইঙ্গিত দিয়েছে, তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন। এর পাশাপাশি আরও বেশ কিছু নির্বাহী আদেশের পরিকল্পনা রয়েছে, যা শপথের পর দিনের শেষভাগে ঘোষণা করা হবে।
গত নভেম্বরের নির্বাচনে জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএইচ