ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটান্ডায় তিনি শপথ নেন।  

মুহূর্তটিকে সম্মান জানাতে তোপধ্বনি করা হয়। বাজানো হয় হেইল টু দ্য চিফ। এর আগে শপথ নেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জে জি ভ্যান্স।

শপথ নেওয়ার পর ট্রাম্পকে তার পরিবারের সঙ্গে মুহূর্তটি উদযাপন করতে দেখা যায়।  ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ছোট ছেলে ব্যারন ট্রাম্প, টিফানি ট্রাম্প, লারা ট্রাম্প, এরিক ট্রাম্প, জ্যারেড কুশনার, ইভাঙ্কা ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিনি এখন উপস্থিতদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন।  বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এবং গত নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প দুটি বাইবেল হাতে শপথ নেন— একটি তার মায়ের দেওয়া। অন্যটি আব্রাহাম লিঙ্কনের বাইবেল। ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানকে সুরক্ষিত রাখার শপথ নেন।

শপথ অনুষ্ঠানে আসার আগে ট্রাম্প হোয়াইট হাউসে গিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা একই গাড়িতে করে ক্যাপিটলে পৌঁছান।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  

স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জুকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

ট্রাম্প তার শপথের আগেই নির্বাহী আদেশের ঝড় বইয়ে দেওয়ার আদেশ দেন। শপথের পর দিনের শেষভাগে এসব আদেশ হতে পারে।  
 
গত নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।  

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।