ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গি হামলার আশঙ্কায় সীমান্তে লাল সর্তকতা

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

কলকাতা: জঙ্গি হামলার আশঙ্কায় ভারত-বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে হুজির সম্ভাব্য হামলার খবরে সর্তকতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।



বিএসএফ সূত্র জানায়, পশ্চিমবঙ্গের মালদহের উন্মুক্ত সীমান্ত দিয়ে জঙ্গি-অনুপ্রবেশ  ঠেকানোর জন্যই এই ব্যবস্থা।

শুক্রবার দিনগত রাত থেকে এই সর্তকতা জারি করা হয়েছে।

মালদহ জেলার মোট ১৩৭ কিলোমিটার সীমান্তের ৩৫ কিলোমিটার জলপথ।

জলপথের অধিকাংশ স্থানে কাঁটাতারের বেড়া না থাকায় স্পিডবোট নিয়ে কড়া টহল দিয়ে যাচ্ছে বিএসএফ।

এই জেলার দুটি থানাএলাকা কালিয়াচক ও বৈষ্ণবনগরে কাঁটাতারের বেড়ার কাজ সম্পূর্ণ হয়নি। তাই লাল সর্তকতা জারি হওয়ার পর অতিরিক্ত ২০০ বিএসএফ জওয়ানকে মোতায়েন করা হয়েছে। ’

বিএসএফ সূত্রে জানা গেছে, এই সীমান্ত দিয়ে হুজি জঙ্গিরা ভারতে অনুপবেশ করার চেষ্টা  চালাচ্ছে বলে তাদের কাছে খবর আছে।

পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলিতে পুলিশের নজরদারি বাড়ানোর জন্য জেলা পুলিশ সুপারকে অনুরোধ করেছে বিএসএফ।

বাংলাদেশ সময় ১৫৩২ ঘন্টা, জুলাই ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।