ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতি ইরানে হামলার আহ্বান জানান সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
যুক্তরাষ্ট্রের প্রতি ইরানে হামলার আহ্বান জানান সৌদি বাদশাহ

লন্ডন: সৌদি আরবসহ ওই অঞ্চলের বিভিন্ন দেশ ইরানে হামলা করে এর পরমাণু স্থাপনা গুড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলো বলে সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রকাশিত তথ্যে জানা যায়। রোববার প্রকাশিত এ সংক্রান্ত তথ্যসম্ভারে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নানা তৎপরতার উল্লেখ আছে।



মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন দূতাবাসের পাঠানো তারবার্তা থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যে ইরানের ওপর হামলার জন্য আরব দেশগুলোর চাপ ছিল বলে উল্লেখ পাওয়া যায়। যুক্তরাষ্ট্র, আরব অঞ্চলের বিভিন্ন ও ইসরায়েলের সন্দেহ, তেহরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ে রয়েছে।

সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহকে উদ্ধৃত করে দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান জানায়, ‘ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে তিনি বারবার যুক্তরাষ্ট্রের কাছে দেশটির ওপর হামলা পরিচালনার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানান। ’ সম্প্রতি উইকিলিকস প্রায় আড়াই লাখের বেশি গোপন কূটনৈতিক নথি ফাঁস করেছে।

২০০৮ সালে মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউসের সঙ্গে বাদশাহ আবদুল্লাহর একটি বৈঠকের উল্লেখ করে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল আল-জুবায়ের বলেন, ‘তিনি (বাদশাহ) আপনাদের (আমেরিকান) উদ্দেশে সাপের মাথা কেটে ফেলার কথা বলেছেন। ’

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।