ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকসের ঘটনায় হিলারির পদত্যাগ করা উচিত: শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
উইকিলিকসের ঘটনায় হিলারির পদত্যাগ করা উচিত: শ্যাভেজ

কারাকাস: মার্কিন পরারষ্ট্রমন্ত্রী হিলারি কিনটনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ।

উইকিলিকসের ওয়েবসাইটে মার্কিন গোপন নথির ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে শ্যাভেজ সোমবার হিলারিকে এ আহ্বান জানান।



এক বক্তৃতায় শ্যাভেজ বলেন, ‘দেশটি উন্মুক্ত হয়ে পড়েছে, হিলারির অবশ্যই পদত্যাগ করা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্যদের নিয়ে পদত্যাগ করাই এখন একমাত্র পথ। ’

তিনি আরও বলেন, ‘কারো না কারো পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। তবে আমি এখানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা বলছি না, কিন্তু এ ঘটনার মধ্য দিয়ে দেশটির পুরো কাঠামো ভেঙ্গে পড়েছে। ’

মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সরকারকে আক্রমণ করেছে, অশ্রদ্ধা দেখিয়েছে। এমনকি তাদের মিত্রসহ অন্যান্য প্রেসিডেন্টদের ওপর কড়া নজর রেখেছে বলে শ্যাভেজ অভিযোগ করেন।

উইকিলিকসের এ সাহসী পদক্ষেপের প্রশংসা করে শ্যাভেজ বলেন, ‘মুখোশের আড়ালের অবশিষ্টাংশও এখন উন্মুক্ত হয়ে পড়েছে। ’  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।