ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অঙ্গনের পৃষ্ঠপোষক হতে চান সু চি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১০
মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অঙ্গনের পৃষ্ঠপোষক হতে চান সু চি

সিঙ্গাপুর: মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অঙ্গনে পৃষ্ঠপোষকতা করতে চান গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।

খবর আইএএনএস’র।

সিঙ্গাপুরের স্ট্রিটস টাইমসকে টেলিফোনে দেওয়া সাক্ষাতকারে সু চি বলেন, মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা করা উচিত।    

তিনি বলেন, এ মুহূর্তে আমি তাই করতে চাই। আমি দেখতে পাচ্ছি আমাকে অনেকটা পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করতে হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান এবং অন্যান্য এশিয়ান দেশর সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে।    

তিনি আরও বলেন, তারা যদি চেষ্টা অব্যহত রাখে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

সু চি বলেন, আমি এখনো আশা করছি সামরিক জান্তার সঙ্গে হবে। যদি এখনো সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। সরকারের কাছ থেকে এখনো সে বিষয়ে কোনো প্রস্তাব আসেনি। তিনি বলেন, আমরা তাদের বলতে চাই পরিবর্তন প্রয়োজন।    

বাংলাদেশ সময়:১৮০৬ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।