নয়াদিল্লি: ভারতের মনিপুর রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান সানা ইয়াইমা ওরফে রাজকুমার মেঘেনকে গত বুধবার ভারতের বিহার রাজ্যের একটি আদালতে হাজির করা হয়েছে।
বিহার পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার মেঘেনকে ভারতের জাতীয় তদন্ত সংস্থার সদস্যরা পূর্ব চম্পারন জেলা থেকে গ্রেপ্তার করেছে।
সংগঠনটির নেতারা অভিযোগ করেন, গত সেপ্টেম্বরের শেষদিকে বাংলাদেশের লালমাটিয়া এলাকা থেকে মেঘেনকে গ্রেপ্তার করার পর একটি বিশেষ বিমানে দিল্লির কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ, ভারত ও বিভিন্ন আর্ন্তজাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও বাংলাদেশ বা ভারত কোনো দেশের কর্তৃপক্ষই বিষয়টি স্বীকার করেনি।
মেঘেনের ছেলে আর কে চিংলেন বৃহস্পতিবার কোলকাতার দ্য টেলিগ্রাফ পত্রিকাকে বলেছেন, তারা কমপক্ষে দুই মাস আগে থেকেই বিভিন্ন সূত্র থেকে তার গ্রেপ্তারের ব্যাপারে নিশ্চিত হয়েছেন।
চিংলেন বলেন, তাকে অবৈধভাবে কয়েকমাস আটক রাখার পর মঙ্গলবার নাটকীয়ভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সরকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চাপে তাকে জনসন্মুখে হাজির করতে বাধ্য হয়েছে।
গত সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের কাছে মেঘেনের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন। তারপরদিনই তাকে গ্রেপ্তার করার খবর জানানো হয়।
বিবিসি জানিয়েছে, ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত কমপক্ষে ৫০ বিচ্ছিন্নতাবাদী নেতাকে আটকের ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। অনেকেই তারপর থেকে গ্রেফতারের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।
ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে পুরনো। সংগঠনটি মিয়ানমারের মনিপুর সংলগ্ন কিছু এলাকা এখনো তাদের নিয়ন্ত্রণে রেখেছে।
বর্তমানে তাদের ৫ হাজার সশস্ত্র সদস্য রয়েছে।