ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে দাবানলে নিহত ৪০, বাড়ি ছাড়া ১৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০
ইসরায়েলে দাবানলে নিহত ৪০, বাড়ি ছাড়া ১৩ হাজার

তেল আবিব: ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার ও শুক্রবার সকাল পর্যন্ত ভয়াবহ দাবানলের ঘটনায় ৪০ জন নিহত হয়েছে। প্রায় ১৩ হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।



হাফিয়া শহরের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বৃহস্পতিবার দুপুরে  কার্মেল পর্বতে আগুন ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ‘নজিরবিহীন বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন।

নেতানিয়াহু বলেন, রাশিয়া, সাইপ্রাস, গ্রিস, ইতালি ও বিভিন্ন দেশের কাছে আগুন নেভাতে সাহায্যের আবেদন জানিয়েছেন। শুক্রবার সকালের মধ্যেই দমকল বাহিনীর ২৪টি বিমান ও অন্যান্য সরঞ্জামসহ গ্রিস, সাইপ্রাস, ফ্রান্স ও মিশর থেকে ইসরায়েলে যায় অথবা যাওয়া পথে রয়েছে।

বেশ কয়েক ঘণ্টা ধরে নিয়ন্ত্রণহীনভাবে আগুন ছড়ায়। হাফিয়ার দমকল কর্মীরা এখনো আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বুলডোজার দিয়ে কার্মেল বনাঞ্চলের রাস্তা পরিষ্কার হচ্ছে যাতে সেখানে দমকলের গাড়ি প্রবেশ করতে পারে। হাফিয়া দমকল বাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ‘আমরা আগুনের নিয়ন্ত্রণ হারিয়েছি। ’

জননিরাপত্তা মন্ত্রী ইসহাক আহারোনোভিচ জানান, আগুন কখন  নিয়ন্ত্রণে আসবে তা বলা কঠিন।

এ ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। তাদের পুড়ে যাওয়া দেহ সন্ধ্যা নাগাদ শনাক্ত করা হয়েছে। নিহতরা সবাই ছিল কারারক্ষী। আগুন থেকে রক্ষা করতে তারা ৫০০ জন কয়েদিকে রক্ষার চেষ্টার করছিল। কারারক্ষীদের  বহনকারী বাসটি গাছ ভেঙে পড়ে পথে আটকে যায় বলে জানা গেছে। এসময় তারা সবাই পুড়ে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।