সিউল: কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনার মুহূর্তে জাপান ও যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সবচেয়ে বড় যৌথ নৌ মহড়া শুক্রবার শুরু হয়েছে। কিয়োদো সংবাদ সংস্থা এ কথা জানায়।
জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনায়াতে শুরু হওয়া মহড়ায় জাপানের প্রায় ৩৪ হাজার সেনা, ৪০টি যুদ্ধজাহাজ এবং ২৫০ টি বিমান অংশ নিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ১০ হাজার সেনা, ২০টি যুদ্ধ জাহাজ এবং ১৫০টি বিমান রয়েছে ‘ধারালো তলোয়ার’ নামে মহড়ায়।
মহড়া চলবে আগামি ১০ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৫৩০ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১০