উত্তর ইউরোপে প্রচণ্ড ঠান্ডা এবং ভারী তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এক সপ্তাহ ধরে চলা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনায় এপর্যন্ত ২৮জন নিহত হয়েছে।
তুষারপাতের কারণে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিমান চলাচল বন্ধ রয়েছে। এত কয়েক হাজার লোক আটকা পড়েছে।
এদিকে বলকানে বন্যা দেখা দিয়েছে। এতে এক হাজারেরও বেশি লোককে অন্যত্র সড়িয়ে নেওয়া হয়েছে।
পোল্যান্ডের তাপমাত্রা মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। দেশটির পুলিশ জানায় এপর্যন্ত ১৮ জন মারাগেছে। তাদের মধ্যে বেশিরভাগই গৃহহীন মানুষ। নিহতরা ঘরের বাইরে মদ্যপান করছিলেন।
রাশিয়ার গণমাধ্যম জানায়, মস্কোতে তিনজন এবং জার্মানিতে দুইজনের মৃত্যু হয়েছে। আন্তনগর রেল চলাচল বন্ধ থাকায় জার্মানিতে হাজার হাজার রেল যাত্রী রেলের মধ্যে রাত কাটিয়েছে।
এদিকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। বেশির ভাগ স্থানেই বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। লন্ডনের হিথ্রো, প্যারিস, আর্মস্টাডাম, বার্লিন বিমান বন্দরে বেশির ভাগ বিমান ছাড়তে বিলম্ব হচ্ছে।
তবে লন্ডনের গেটউইক বিমানবন্দরটি শুক্রবার খুলে দেওয়া হয়েছে। তবে যাত্রীরা অভিযোগ করেছেন বিমান ছাড়তে বিলম্ব হচ্ছে। এছাড়া কিছু ফাইট বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১০