ওয়াশিংটন:উইকিলিকসের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ডোমেইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এভরিডিএনএস.নেট। শুক্রবার উইকিলিকস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এদিকে, এভরিডিএনএস.নেট কর্তৃপক্ষ জানিয়েছে, সাড়াজাগানো ও বিতর্কিত ওয়েবসাইট উইকিলিকস তাদের অন্য কায়েন্টদের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
উইকিলিকস কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে একটি বার্তায় শুক্রবার জানিয়েছে, তাদের ‘হত্যা’ করা হয়েছে। একইসঙ্গে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখার অনুদানের আবেদন জানিয়েছে।
টুইটারে একইবার্তায় জানিয়েছে, ‘আমাদের শক্তিশালী রাখুন। ’ তারা এখানে অনুদান দেওয়ার একটি অপশন রেখেছে।
এভরিডিএনএস.নেট তাদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানিয়েছে, তারা শুক্রবার গ্রিনিচ সময় ০৩০০ ঘণ্টা পর্যন্ত উইকিলিকসকে ডোমেইন (অনলাইন ঠিকানা) সরবরাহ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘একজন সদস্য আরেকজন সদস্যের ব্যবহারে হস্তক্ষেপ করবে না এমন বিধি লঙ্ঘন করায় এই সেবা বন্ধ করা হয়েছে। ’ উইকিলিকস.ওআরজি গণ হ্যাকিংয়ের শিকার হওয়ার এ ইস্যুটি সামনে আসে বলেও জানানো হয়।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ লাখ গোপন কূটনৈতিক নথি ও ফাঁস করে দেয় উইকিলিকস। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রেরই আড়াই লাখ গোপন কূটনৈতিক নথিও প্রকাশ করে দেয় তারা। এ কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক তোপের মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১০