লন্ডন : প্রচণ্ড তুষারপাতে গত দুই দিনের বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ব্রিটেন। শুক্রবার তুষারপাত বন্ধ হলেও স্মরণকালের ঠাণ্ডা আবহাওয়ায় তুষারকণা বরফে পরিণত হয়ে আরো বেশি সমস্যার সৃষ্টি করেছে।
গত দুইদিনের তুষারপাতের পরিমান প্রায় ১০ থেকে ১৮ ইঞ্চি। বৃহস্পতিবার রাত থেকে সারা দেশের তাপমাত্রা ছিলো সর্বোচ্চ মাইনাস ৭ এবং সর্বনিম্ন মাইনাস ২০ ডিগ্রী। শুক্রবার কিছু কিছু স্কুল খুললেও এখনও বন্ধ রয়েছে ২ হাজারেরও বেশি স্কুল। দুইদিন বন্ধ থাকার পর গ্যাটউইক আন্তর্জাতিক বিমান বন্দর শুক্রবার থেকে আবার চালু হলেও ফাইট সিডিউল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
হিথ্রো বিমান বন্দরের ফাইট সিডিউল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা ঠিক হতে আরো কয়দিন সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির অধিকাংশ স্থানীয় বিমান বন্দর এখনও বন্ধ রয়েছে। কিছু কিছু রেল সার্ভিস চালু থাকলেও অধিকাংশ রয়েছে বন্ধ। প্রচণ্ড ঠাণ্ডায় তুষারকণা বরফে পরিণত হওয়ায় বিশেষ জরুরি না হলে গাড়ি নিয়ে রাস্তায় না বেরুনোর পরামর্শ দেওয়া হয়েছে।
তীব্র ঠান্ডায় এ পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লন্ডনের সঙ্গে প্যারিস, ব্রাসেলসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর যোগাযোগ রাকারী হাইস্পীড প্যাসেঞ্জার ট্রেন ইউরোস্টার সর্বশেষ খবর অনুযায়ী এখনও বন্ধ রয়েছে। অনেক জায়গায় রেল লাইনের উপর বরফ পড়ে আছে। অতিরিক্ত ঠান্ডা ও তুষারপাতে ঘরের হিটিং সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় স্বাস্থ্যঝুকিতে পড়েছেন অনেকে।
রাস্তঘাটে বিপুল সংখ্যক যানবাহন নষ্ট হয়ে বরফ আচ্ছাদিত অবস্থায় পড়ে আছে। পিচ্ছিল রাস্তা হওয়ায় উদ্ধারকারী যানবাহনও নির্ধারিত স্থানে যথাসময়ে পৌছতে পারছে না।
এদিকে, অধিকাংশ স্কুল বন্ধ থাকায় তুষার আচ্ছাদিত রাস্তায় অনেক ছোট ছোট ছেলেমেয়েকে বরফ নিয়ে খেলা করতে দেখা গেছে। বরফ আচ্ছাদিত স্থানীয় পার্কগুলোতে মা বাবাকে সঙ্গে নিয়ে ওই তীব্র ঠান্ডার মধ্যেও ছোটছোট ছেলেমেয়ে তুষার নিয়ে খেলা করেছে।
বাংলাদেশ সময়: ১৮২৯ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১০