ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিসরে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু: বিশাল জয়ের পথে ক্ষমতাসীনরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০
মিসরে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু: বিশাল জয়ের পথে ক্ষমতাসীনরা

কায়রো: মিসরের সংসদীয় নির্বাচনে রোববার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট হুসনি মোবারকের ক্ষমতাসীন দল।

এদিকে ভোট গ্রহণে কারচুপি ও ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছে নির্বাচন বর্জন করা মিসরের প্রধান বিরোধী দলগুলো।

দেশটিতে ভোট গ্রহণের উদ্দেশ্যে সকাল আটটায় ভোট কেন্দ্রগুলো খুলতে শুরু করে। কেন্দ্রগুলোর সামনে পুলিশি পাহারাসহ ভোটারদের ভোট কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায় বলে বার্তাসংস্থা এএফপির এক ফটোগ্রাফার জানান।

এদিকে গত রোববার প্রথম দফার ফলাফল ঘোষিত হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ায় প্রধান দুই বিরোধী দল দ্য মুসলিম ব্রাদারহুড এবং লিবারেল ডব্লিউএএফডি দল। প্রথম দফার ফলাফলে প্রায় ৯০ শতাংশ আসনে জয় পায় ক্ষমতাসীন দ্য ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

২৮ নভেম্বর প্রথম দফার নির্বাচনে ২২১টি আসনের ২০৯টিতেই জয় লাভ করে দলটি। দেশটির প্রধান দুই বিরোধী দল নির্বাচন বর্জন করার পর তিন দশক থেকে ক্ষমতায় থাকা দলটি এ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়।

নির্বাচনে এনডিপি’র ৩৮৩ জন প্রার্থী বিভিন্ন কেন্দ্রে একই দলের বিভিন্ন প্রার্থীর সঙ্গে সংসদের বাকি আসনগুলোর জন্য প্রতিদ্বন্দীতা করেন। কিন্তু বর্তমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল দ্য মুসলিম ব্রাদারহুড প্রথম দফার ভোটে একটি আসনেও জয় পায়নি।    

তবে দলটির বাকি আরও ২৭ জন প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নিবে না বলেও চলতি সপ্তাহে জানায় মুসলিম ব্রাদারহুড। এদিকে জয় পেলে সব ইসলামী দলগুলোর উপর নিষেজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল।

এছাড়া উদারনৈতিক ডব্লিউএএফডি দলটি দুইটি আসনে জয় পায়। তবে সরকারের সঙ্গে জোটবদ্ধভাবেই কাজ করে থাকে দলটি। একইসঙ্গে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বীতা করে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যান্য আরও তিনটি দল। গত সপ্তাহে দল তিনটির প্রত্যেকটি একটি করে আসনে জয় লাভ করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।