ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় মানবাধিকার পরিস্থিতির অবনতি: সমালোচনা অ্যামনেস্টির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
কানাডায় মানবাধিকার পরিস্থিতির অবনতি: সমালোচনা অ্যামনেস্টির

মনট্রিল: কানাডায় মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির সমালোচনা করলেন অ্যামন্যস্টি ইন্টারন্যাশনালের নতুন মহাসচিব সলিল শেঠি।

সোমবার তিনি বলেন, “বর্তমান সরকারের সময়ে মানবাধিকার পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় অ্যামন্যস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ক্রমেই বাড়ছে।



তিনি আশঙ্কা করে বলেন, কানাডায় গণতন্ত্রের স্থান সংকুচিত হয়ে যাচ্ছে। অস্বস্তিকর প্রশ্ন উত্থাপিত হওয়ায় অনেক মানবাধিকার সংগঠনের অর্থায়ন বন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য, গত জুন মাসে শেঠি (৪৯) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামন্যস্টি ইন্টারন্যাশনালের দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।