ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সরাসরি গোলাগুলি মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০
সরাসরি গোলাগুলি মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া

সিউল: উত্তর কোরিয়ার চরম হুমকি-ধমকির মধ্যে দক্ষিণ কোরিয়া সরাসরি গোলাগুলি মহড়া সোমবার শুরু করেছে। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী জানায়, উত্তর কোরিয়ার সীমান্ত রেখা (এনএলএল) বরাবর ইয়নপিয়ং দ্বীপের কাছে সাগরে ওই মহড়া চালানো হবে।

 

দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়ার সীমান্ত রেখা বরাবর এটি তাদের নিয়মিত মহড়া। দেশটির সেনাবাহিনী জানায়, পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ উপত্যাকার ২৯টি স্থানে সর্বশেষ নৌমহড়া চালানো হয়েছে। এছাড়া পীত সাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ ডেকহংগও রয়েছে।

এদিকে পিয়ং ইয়ং জানিয়েছে, একসপ্তাহ ধরে মহড়ার মাধ্যমে যুদ্ধের পথে এগিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।

গত ২৩ নভেম্বর উত্তর কোরিয়ার গোলার আঘাতে ৪ জন নিহত এবং বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ১৯৫০-৫৩ সাল পর্যন্ত কোরীয় যুদ্ধের পর এটি উত্তর কোরিয়ার প্রথম হামলা। এরপর থেকে উত্তেজনা আরও বেড়ে গেছে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ রোববার জানায়, দক্ষিণ কোরিয়ার অব্যাহত উসকানি মূলক আচরন কোরীয় উপদ্বীপে উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে।   এর পরিণতি কি হবে তা কেউ বলতে পারবে না।

বাংলাদেশ সময়: ১১৩০ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।