ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার বিশ্বজুড়ে মার্কিন স্থাপনার তথ্য ফাঁস উইকিলিকসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০
এবার বিশ্বজুড়ে মার্কিন স্থাপনার তথ্য ফাঁস উইকিলিকসের

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী থাকা প্রধান প্রধান স্থাপনা সম্পর্কে তথ্য প্রকাশ করেছে উইকিলিকস। এসব স্থাপনা ওয়াশিংটনের জাতীয় প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।



সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসীদের জন্য মার্কিন লক্ষ্যবস্তুর তথ্য ফাঁস করে দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনের টাইম সংবাদপত্র।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বাইরে সব মিশনকে সমস্ত স্থাপনার তালিকা তৈরির আদেশ দেয়। এগুলোর কোনো ধরনের ক্ষতি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষার জন্য হুমকিস্বরূপ।

এসব স্থাপনার মধ্যে আছে--পাইপলাইন, যোগাযোগ ও পরিবহন কেন্দ্রস্থল। ব্রিটেনের কয়েকটি স্থানও রয়েছে এর মধ্যে-- এগুলোর মধ্যে উপগ্রহকেন্দ্র, প্রতিরক্ষা ব্যবস্থার স্থাপনা ইত্যাদি।

উইকিলিকসের ফাঁস করা সব নথির তুলনায় এটাই সম্ভবত সবচেয়ে বিতর্কিত তথ্য।

এছাড়া কঙ্গোর কোবাল্ট খনি, অস্ট্রেলিয়ার সাপবিধ্বংসী বিষ কারখানা ও ডেনমার্কের ইনসুলিন স্থাপনা সম্পর্কেও এতে বলা হয়েছে।

ব্রিটেনের কর্নওয়াল থেকে স্কটল্যান্ট পর্যন্ত বিস্তৃত উপগ্রহ যোগাযোগ সংক্রান্ত স্থাপনা ও ট্রান্স-আটলান্টিক জাহাজের নোঙর করার স্থান।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ কর্মসূচি সম্পর্কিত বেশ কয়েকটি বিএই ব্যবস্থা স্থাপনাও রয়েছে। এর মধ্যে এডিনবার্গে অবস্থিত নৌ প্রকৌশল প্রতিষ্ঠানও রয়েছে, যা পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ১৩০৫ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।