ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বার্তাবাহককে শাস্তি দিবেননা: অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০
বার্তাবাহককে শাস্তি দিবেননা: অ্যাসাঞ্জ

বার্লিন: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বার্তাবাহককে শাস্তি না দেওয়ার আহবান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার অনলাইনে প্রকাশিত একটি মন্তব্য প্রতিবেদনে তিনি ওই আহবান জানান।



‘অস্বস্তিকর সত্য প্রকাশের জন্য বার্তাবাহককে শাস্তি দিবেননা’ শিরোনামে বুধবার অনলাইনে ওই প্রতিবেদন প্রকাশ হয়। এ প্রতিবেদনে সমালোচকদের আক্রমণ করেন এ সম্পাদক।  

প্রতিবেদনে অ্যাসাঞ্জ বলেন, ‘আমি যুদ্ধের বিরোধী বলে জনগণ বলে থাকে। কিন্তু আমি তা নই। যুদ্ধ যদি ন্যায্য হয় তাহলে সত্য বলো এবং তখন জনগণই সিদ্ধান্ত নেবে একে সমর্থন করা উচিত না নয়। ’  

লন্ডন আদালতে জরিমানা দেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানানোর পর পরই অনলাইনে প্রকাশিত হয় এ প্রতিবেদনটি। যৌন হয়রানির অভিযোগে কারাবন্দী আছেন অ্যাসাঞ্জ। তার বিরুদ্ধে সুইডেনের গ্রেপ্তারি পরোয়ানা জারির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে অ্যাসাঞ্জ আরও বলেন, ‘গণতান্ত্রিক সমাজে একটি শক্তিশালী গণমাধ্যম প্রয়োজন এবং উইকিলিকস ওই গণমাধ্যমেরই একটি অংশ। ’ তবে এ প্রতিবেদনে তিনি সুইডেনে তার বিরুদ্ধে করা অভিযোগ বিষয়ে কিছু উল্লেখ করেননি।

তিনি বলেন, ‘উইকিলিকস নিশ্চিতভাবে এমন ঘটনা প্রকাশ করে যা জনগণের জানা প্রয়োজন। ’

গত ১০ দিনে বহু গোপন মার্কিন নথি প্রকাশ করে উইকিলিকস। এরকমই একটি দলিলে ইরান ও ন্যাটোকে সহযোগিতা করা সুইডেনের উপর হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ অনুরোধ করেন বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।