ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের টেলিকম বিতর্ক: প্রাক্তন মন্ত্রী রাজেশের বাড়ি তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০
ভারতের টেলিকম বিতর্ক: প্রাক্তন মন্ত্রী রাজেশের বাড়ি তল্লাশি

নয়াদিল্লি: টেলিকমের সাবেক মন্ত্রীর বাড়ি তল্লাশি করেছে ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা। তিনি দুনীর্তির কেলঙ্কারিতে জড়িব বলে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়।



দ্য সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) দিল্লি ও চেন্নাই এ রাজার বাড়িতে তল্লাশি চালায়। গত মাসে রাজা তার পদ থেকে পদত্যাগ করলেও স্বল্প মূল্যে মোবাইল ফোনের লাইসেন্স বিক্রয়ের অভিযোগ অস্বীকার করেন।

সরকার এ বিষয়ে যৌথ তদন্তের বিষয়টি নাকচের পর সংসদে অচলাবস্থা দেখা দেয়।

রাজার বিরুদ্ধে অভিযোগটিকে দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে উল্লেখ করেন কিছু বিশ্লেষক। এর সঙ্গে ৩ হ্জাার ৭০০ কোটি টাকার বিষয়টি জাড়িত।

এদিকে রাজার সাবেক ব্যক্তিগত সহকারী আরকে চানদোলাইসহ টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক আরও কিছু কর্মকর্তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়।    

২০০৮ সালে নিলামে তোলার পরিবর্তে ‘প্রথম আসলে প্রথম পাবেন’ ভিত্তিতে ২জি লাইসেন্স ইস্যু করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ফলে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।    

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।