ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুয়ানতানামোর কয়েদীদের যুক্তরাষ্ট্রে স্থানান্তর ঠেকাতে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
গুয়ানতানামোর কয়েদীদের যুক্তরাষ্ট্রে স্থানান্তর ঠেকাতে বিল পাস

নিউইয়র্ক: গুয়ানতানামোর কয়েদীদের যুক্তরাষ্ট্রে স্থানান্তর ঠেকাতে বিল পাস হয়েছে মার্কিন প্রতিনিধি সভায়। এর মধ্য দিয়ে কয়েদীদের গুয়ানতানামোর সেনা কারাগার থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি প্রতিহত করা সম্ভব হবে।



একইসঙ্গে কোনো কয়েদীকে স্থানান্তর বা তাদের যুক্তরাষ্ট্রেই রেখে দেওয়ার জন্য অর্থ ব্যয়ের বিষয়টিও প্রতিহত করা সম্ভব হবে নতুন আইনে। আর সরকারের তহবিল থেকে অর্থ খরচের বিষয়টি প্রতিহত করা দেশটির আইনেরই একটি অংশ।

ব্যয় সংকোচনের ওপর চারশ’ পাতার এ বিলটি প্রতিনিধি সভায় মাত্র ছয় ভোটেই পাস হয়।

একইসঙ্গে সিনেটেও এ আইনটি পাশ হলে আগামী অক্টোবর পর্যন্ত কোনো কয়েদীকে গুয়ানতানামো থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরে কেন্দ্রীয় তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করা যাবেনা।  

তবে এ সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রতিশ্রুতির বিপরীত। কেননা অপরাধ আদালতে গুয়ানতানামোর কয়েদীদের বিচার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বিতর্কিত গুয়ানতানামো কারগার বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে একে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করেন ওবামা।

কিন্তু গত মাসে নিউইয়র্কে এ ধরনের প্রথম বিচারে বিবাদী আহমেদ ঘিলানিকে একটি বাদে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংক্রান্ত প্রায় ৩০০টি মামলা ছিলো। ওই ঘটনায় রিপাবলিকানসহ কিছু ডেমোক্রেটও ওবামার ব্যাপক সমালোচনা করেন।    

এর আগে ৯/১১’র হামলার মতো সন্ত্রসী কর্মকান্ডে জড়িত সন্ত্রাসী খালিদ শেইখ মোহাম্মদের বিচার যুক্তরাষ্ট্রের মাটিতে করার অনুমতি দেয় দেশটির কেন্দ্রীয় সরকার।

এদিকে প্রতিনিধি সভার এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে হোয়াইট হাউস। কয়েদীদের বিচারের ক্ষেত্রে ওবামা প্রশাসনের যোগ্যতাকে কংগ্রেসের সীমাবদ্ধ করা উচিত হয়নি বলে মন্তব্য করেন বিচার বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার ।

তবে এ বিলটির আইনে পরিণত হওয়ার জন্য সিনেটে তা পাশ হওয়া এবং প্রেসিডেন্ট ওবামার স্বাক্ষরের প্রয়োজন।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।