ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছাত্র বিক্ষোভের তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০
ছাত্র বিক্ষোভের তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ

লন্ডন: রাজকীয় দম্পতির উপর হামলার পর শনিবার ছাত্র বিক্ষোভের তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ। বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রিন্স চালর্স ও তার স্ত্রী ক্যামিলাকে বহনকারী  গাড়িতেও হামলা করেন।



এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, বৃহস্পতিবারের ঘটনার পর  রাজকীয় পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। হামলাকারীদের শাস্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন ক্যামেরন। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য একটি শিক্ষা। ’

বৃহস্পতিবার ওয়েস্টমিনিষ্টারে শিক্ষার্থীরা যখন বিক্ষোভ করছিলেন তখন ওয়েস্ট ইন্ড থেকে মঞ্চ নাটক দেখে ফিরছিলেন প্রিন্স চার্লস ও ক্যামিলা। এসময় তারা ওয়েস্টমিনিষ্টারে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে রং ছুঁড়ে মারেন।

উল্লেখ্য, ব্রিটিশ রাজনীতির স্মরণকালের সবচেয়ে সমালোচিত বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির বিল শেষ পর্যন্ত পার্লামেন্টে পাস হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফি বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় লন্ডনে ব্যাপক বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার হাউস অব কমন্সে বিলটি নিয়ে বিতর্কের পর স্পিকার ভোটে দিলে ৩২৩ ভোটে তা পাস হয়। বিলটির বিপে পড়েছে ৩০২ ভোট। ২০১২ শিক্ষাবর্ষ থেকে এ ফি কার্যকর হওয়ার কথা।

বিলটিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান বার্ষিক ফি বাড়িয়ে সর্বোচ্চ ৯ হাজার পাউন্ড করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।