ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় গুলিবিনিময়ে দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
গাজায় গুলিবিনিময়ে দুই ফিলিস্তিনি নিহত

জেরুজালেম: ইসরায়েলের সীমান্তের কাছে গাজায় শনিবার গুলিবিনিময়ে সন্দেহভাজন দুই ফিলিস্তিনি নিহত এবং ইসরায়েলের এক সেনা আহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।



নিরাপত্তা বেষ্টনীতে সেনা সদস্যরা সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামালে প্রায় ২০ মিনিট তাদের সঙ্গে গুলিবিনিময় হয়। এসময় ফিলিস্তিনি দুইজন নিহত হন বলে উল্লেখ করা হয়। আহত ইসরায়েলি সেনাকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ বছর নিরাপত্তা বেষ্টনীর কাছে প্রায় ১০০ সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সেনাবাহিনী হামাসকে দায়ী করেছে।

ইসরায়েল সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে বলেন, কোনো ধরনের ক্ষতি ও উস্কানি ছাড়াই গাজা থেকে ইসরায়েলের দণিাঞ্চলে শনিবার সকালে রকেট হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের পক্ষ থেকে একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে বলেন, তারা দুই ফিলিস্তিনিকে ইসরায়েলের সেনাদের সঙ্গে গুলিবিনিময় করতে দেখেছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।