ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগামী নির্বাচনের পর সরে দাঁড়াবেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১০
আগামী নির্বাচনের পর সরে দাঁড়াবেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী

সিডনি: অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জন ফকনার আগামী নির্বাচনের পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। আজ বুধবার তিনি এ ঘোষণা দিয়েছেন।



তবে, পদত্যাগের সিদ্ধান্তের পেছনে গত মাসে দেশের প্রধানমন্ত্রীর পরিবর্তনই মূল কারণ একথা অস্বীকার করেছেন তিনি।

বিদায়ী প্রধানমন্ত্রী কেভিন রুডের তিনি সমর্থক এবং লেবার পার্টির গুরুত্বপূর্ণ নেতা। তরুণদের উৎসাহ দিতে ফকনার সবসময়ই পদত্যাগের চিন্তা করে আসছেন বলে জানান।

ফকনার সাংবাদিকদের বলেন, “অবশ্যই কিছু লোক বলবে আমাদের দলের নেতৃত্বে পরিবর্তনের জন্য আমার সিদ্ধান্তই দায়ী। তবে তিনি এও বলেন, আমি খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারি না, এ ধরনের অনুমান সম্পূর্ণ ভুল। ”

তিনি বলেন, “নতুন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। ” গত বছর জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রী কেভিন রুড তাঁকে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেন।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৪২৬ ঘন্টা, ৭ জুলাই, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।