ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে সাংবাদিকের ১৬ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

তেহরান:  ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে নিয়ে কটুকথা এবং ইসলামী ধর্মীয় মূল্যবোধে আঘাতের অভিযোগে প্রগতিশীল একজন সাংবাদিককে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে ইরান।

মাশাল্লাহ্ শামসুলভাজিন নামের ঐ সাংবাদিক ছিলেন ইরানের সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রধান।



১৯৯৮ থেকে ২০০০ সালের মধ্যে রাষ্ট্রীয় হস্তক্ষেপে বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি দৈনিক পত্রিকা সম্পাদনা করেছেন তিনি ।

নিজের দণ্ড সম্পর্কে শামসুলভাজিন বলেন, ‘বিদেশি টিভি চ্যানেল ও সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার বিপক্ষে কথা বলাতেই আমার এক বছরের কারাদণ্ড হয়েছে। ’ তাছাড়া আল-অ্যারাবিয়া টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে বাতিকগ্রস্ত বলাতে আরও চার মাস কারাদণ্ড হয়েছে বলে জানান তিনি।

গত অক্টোবর মাসে শামসুলভাজিনের বিচার শুরু হয়। আপিলের জন্য তার হাতে বিশ দিন সময় রয়েছে।

২০০৯ এর জুনে আহমাদিনেজাদের বিতর্কিত পুনর্নিবাচন নিয়ে প্রতিবাদ করায় ঐ সময় শামসুলভাজিনকে দু’মাস আটক করে রাখা হয়।

প্রেসিডেন্টের বিরোধী অনেক সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষার্থী এবং মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার এবং তাদের অনেককেই বড় ধরনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।