ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন আহমাদিনেজাদ

তেহরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুচেহর মোত্তাকিকে বরাখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য প্রকাশ করেছে।

খবর আল জাজিরার

সোমবার মোত্তাকিকে বরখাস্ত করার পর কোনো কারণ জানানো হয়নি। আহমাদিনেজাদতে উদ্ধৃত করে বার্তা সংস্থা জানায়, ‘আপনাকে ধন্যবাদ ও আপনার কাজের প্রশংসা করি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকার সময় আপনার সেবাও প্রশংসা করি। ’

প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করি, আপনি আল্লাহর প্রশংসা পাবেন। আপনার বাকি জীবনেও সফল হবে। ’

মোত্তাকি এ মুহূর্তে সেনেগালে সফরে রয়েছেন। ২০০৫ সালে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এটা পরিষ্কার নয় তিনি এ সিদ্ধান্তের ব্যাপারে কিছু শুনেছেন কি না।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।