ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পলাতক ৫০ হাজার সেনা গ্রেপ্তারের পদক্ষেপ নিচ্ছে শ্রীলঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
পলাতক ৫০ হাজার সেনা গ্রেপ্তারের পদক্ষেপ নিচ্ছে শ্রীলঙ্কার

কলম্বো: পলাতক প্রায় ৫০ হাজার সেনাকে গ্রেপ্তারে অভিযান শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী। অনুপস্থিত সেনাদের অপরাধে জড়িয়ে পড়ার একের পর এক সংবাদের পরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার এক কর্মকর্তা জানিয়েছেন।



তাদের আত্মসমর্পণের সময় শেষ হয়ে গেছে উল্লেখ করে সেনা মুখপাত্র উবায়া মেদাওয়ালা বলেন, ‘প্রায় ৫০ হাজার সেনা পলাতক রয়েছে এবং আমরা এখন তাদের গ্রেপ্তারে যথাযথ ব্যবস্থা নিতে যাচ্ছি। চাকরিতে বহাল থাকা অবস্থায় এবং এরপর তাদের কাজের রেকর্ডের ওপর নির্ভর করবে তাদের বিচার করা হবে নাকি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে। ’  

এদিকে, গত বছর মে মাসে তামিল টাইগার গেরিলাদের সঙ্গে বিরোধের অবসান ছাড়া পলাতকদের বিষয়ে তাৎপর্যপূর্ণ কোনো পরিবর্তন আনা হয়নি বলেও মেদাওয়ালা জানান।

লড়াই শেষ হলেও দেশটির সেনাবাহিনী এখনও শূন্য পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে ইচ্ছুক। একইসঙ্গে তামিল টাইগারদের দখলমুক্ত করা উত্তর ও পূর্বে তাদের মোতায়েনেরও পরিকল্পনা আছে সেনাবাহিনীর।

এদিকে, এসব পলাতক ব্যক্তিরা ক্রমেই অপরাধে জড়িয়ে পড়ছে বলে কর্মকর্তারা জানান।

পলাতক এসব সেনাদের নিয়ে বর্তমানে ভয়াবহ সমস্যার মধ্যে আছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। তবে এরইমধ্যে অনেককে সাধারণ ক্ষমা করে দেওয়া হলেও কারো কারো বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।