ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে নৌকা ডুবে ২৭ জেলে নিখোঁজ: সিনহুয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বেইজিং: দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের নিবন্ধিত একটি নৌকা ডুবে ২৭ জেলে নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজে উদ্ধারকর্মীরা অভিযান শুরু করেছেন বলে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন।



‘ফু তান’ নামের নৌকাটি একটি মাছ ধরার ট্রলার এবং এতে থাকা সবাই জেলে ছিলেন বলে সিনহুয়া বার্তাসংস্থা জানায়। তবে তারা কোন দেশের নাগরিক এ বিষয়ে কোনো পক্ষ থেকেই নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

নৌকাটি চীনের দক্ষিণাঞ্চলের হেইনান দ্বীপের উপকূলের কাছে ডুবে গিয়েছে বলেও প্রকাশিত প্রতিবেদনে জানা যায়।

উদ্ধারকাজের প্রস্তুতি চলছে উল্লেখ করে হেইনান নৌবাহিনীর নিরাপত্তা প্রশাসনের এক কর্তব্যরত কর্মকর্তা বলেন, ‘নৌকা থেকে আজ আমরা একটি সাহায্যের বার্তা পেয়েছি। নৌকাটিতে ২৭ জন জেলে আছেন বলে এ বার্তায় জানানো হয়। ’

এদিকে এটি একটি পণ্যবাহী জাহাজ বলে নাম প্রকাশে অনিচ্ছুক ভিয়েতনামের জাতীয় অনুসন্ধান ও উদ্ধার কমিটির এক কর্মকর্তা হেইনান থেকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘কয়েকঘণ্টা আগে জাহাজটির খোঁজে আমরা আরেকটি নৌকা পাঠিয়েছি। এটি ভিয়েতনামের মালিকানাধীন জাহাজ। ’

‘মূল ইঞ্জিন ভেঙ্গে পানি ঢুকে যাওয়ার কারণে পণ্যবাহী জাহাজটি ডুবে যায়। জাহাজে দু’জন পরিদর্শকসহ আরও ২৫ জন ক্রু ছিলেন। তাদের সবার কাছে জীবনরক্ষকারী জ্যাকেট আছে বলে আমাদের জানানো হলেও আমরা এখনও তাদের খুঁজে পায়নি। ’
 
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।