ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধ বিমান, পরমাণু শক্তি বিষয়ে চুক্তি করেছে ভারত-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
যুদ্ধ বিমান, পরমাণু শক্তি বিষয়ে চুক্তি করেছে ভারত-রাশিয়া

নয়াদিল্লি: ভারত ও রাশিয়া ৩০ হাজার কোটি ডলার সমপরিমাণের চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার স্বাক্ষর করা এসব চুক্তির মধ্যে ভারতে দুটি রাশিয়ান পরমাণু চুল্লি নির্মাণ এবং পঞ্চম প্রজন্মের উপযোগী যুদ্ধ বিমানের নকশা ও উন্নয়নে সহযোগিতার বিষয়ে সম্মত হন দেশ দুটির নেতারা।



চুক্তি বিষয়ে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে আলোচনা করেন সফররত রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এসময় উভয় পক্ষই ২০১৫ সালের মধ্যে ২০ হাজার কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেন।

একইসঙ্গে এ বৈঠকে যৌথভাবে পঞ্চম প্রজন্মের উপযোগী যুদ্ধ বিমানের নকশা ও উন্নয়নের বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানা যায়।

তবে চুক্তির চূড়ান্ত মূল্যমান সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা না গেলেও এর পরিমাণ ৩০ হাজার কোটি ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ভারতের দেশটির বিমানবাহিনীর জন্য ৩০০টি বিমান কেনার পরিকল্পনা আছে বলে জানা যায়।

এছাড়াও ১২ হাজার কোটি টাকার ১২৬টি যুদ্ধ বিমান ক্রয় বিষয়ক চুক্তির ক্ষেত্রে মেদভেদেভ রাশিয়ার তৈরি মিগ-৩৫ বিমান কেনার জন্য ভারতকে চাপ দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
 
একইসঙ্গে অতিরিক্ত বিদ্যুতের জন্য ভারতের তামিল রাজ্যে রাশিয়ার দুটি পরমাণু কেন্দ্র স্থাপনের বিষয়েও সম্মত হয় দেশ দুটি। এরইমধ্যে এখানে দুটি চুল্লী নির্মাণের কাজ শুরু হয়েছে।  

উল্লেখ্য ২০৩২ সালের মধ্যে পরমাণু শক্তির ক্ষমতা বর্তমানের ৪ হাজার ৫৬০ মেগাওয়াট থেকে ৬৩ হাজার মেগাওয়াটে নিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। ফলে বর্তমানে পরমাণু প্রযুক্তির সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে দেশটি।

এদিকে দ্বিপক্ষীয় বিষয়ের ক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা করেছে দেশ দুটি। একইসঙ্গে আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়েও সম্মত হয় ভারত, রাশিয়া।

মেদভেদেভ বলেন, ‘যারা সন্ত্রাসীদের লুকিয়ে রাখে তারা অপরাধীদের লুকিয়ে রাখে। কোনো আধুনিক, সভ্য দেশই সন্ত্রাসীদের লুকিয়ে রাখতে পারেনা। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।