ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কারাগারে আমাকে হত্যা করা হতে পারে: অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০
যুক্তরাষ্ট্রের কারাগারে আমাকে হত্যা করা হতে পারে: অ্যাসাঞ্জ

লন্ডন: উইকিলিকসের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জ একটি সাক্ষাৎকারে বৃহস্পতিবার জানিয়েছেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেন তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলে সেখানে তাকে হত্যা করার আশঙ্কা রয়েছে।

জুলিয়ান এ মুহূর্তে সুইডেনের যৌন হয়রানির মামলায় জামিনে রয়েছেন।

তবে ধারণা করা হচ্ছে, কূটনৈতিক গোপন দলিল ফাঁস করার অভিযোগে ওয়াশিংটন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করবে।

ব্রিটেনের দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেন, রাজনৈতিকভাবে ব্রিটেনের পক্ষে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা অসম্ভব। তিনি এও বলেন, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকার দেখাতে চায় তারা ওয়াশিংটনের পছন্দে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

আইনগতভাবে যুক্তরাজ্য থেকে রাজনৈতিক অপরাধীদের অন্য দেশে পাঠানোর রীতি নেই। গুপ্তচরবৃত্তি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচিত।

এর আগে অ্যাসাঞ্জ জানিয়েছেন, উইকিলিকসে যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই লাখ গোপন নথি প্রকাশের পর থেকে উইকিলিকসের কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৫৬ ঘণ্টা, ২৪ ডিসেম্বর,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।