ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০
কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৩

বোগোতা: কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমের বৃষ্টিকবলিত অঞ্চলে ভূমিধসে পাঁচটি বাড়ি ও একটি পানশালা ধ্বংস হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় একজন মেয়র এ তথ্য জানান।



টেলিফোনে লা ক্রুজ শহরের মেয়র আলেক্সান্দার রিয়ালপে বলেন, ‘সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ১৩ জন নিহত, ২৭ জন আহত ও তিনজন নিখোঁজ রয়েছে। ’

তিনি বলেন, উদ্ধারকর্মীরা সান গেরার্দো গ্রামে ধ্বংসাবশেষ ও কাদা সরানোর কাজে ব্যস্ত রয়েছে। বিস্তৃত এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি বাড়ি ও একটি পানশালা ধসে গেছে। পানশালায় একটি পার্টি চলছিল।

এর আগে গভর্নর আন্তোনিও নাভারা ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন। তিনি বলেন, ৪০০ পরিবারকে তাদের বাড়ি থেকে অন্যস্থানে চলে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।