ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেনজির ভুট্টো হত্যাকাণ্ড তদন্ত

মোশাররফকে পাকিস্তানের জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০

ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের কাছে বেনজির ভুট্টো হত্যার তদন্তে একটি প্রশ্নমালা পাঠিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।    

পারভেজ মোশাররফ স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

তিনি সংযুক্ত আরব আমিরাত ও লন্ডন উভয় স্থানেই বিভিন্ন সময়ে থাকেন।

বেনজির হত্যার তদন্তকারী দলের সদস্য অ্যাডভোকেট জুলফিকার বলেন, ‘আমরা জেনারেল পারভেজ মোশাররফের কাছে একটি প্রশ্নমালা পাঠিয়েছি এবং তার উত্তরের অপেক্ষায় আছি। ’

মোশাররফের কাছে পাঠানো প্রশ্নে নিরাপত্তা ত্রুটির কারণ জানতে চাওয়া হয়েছে। এছাড়া বেনজির তার মৃত্যুর আশঙ্কা প্রকাশ করার পরেও কেন তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি, তাও জানতে চাওয়া হয়েছে।  

২০০৭ সালে ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে একটি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সময় আততায়ীদের গুলিতে নিহত হন বেনজির। সিসিটিভি ক্যামেরায় একজন কিশোরকে বেনজিরের মাথা লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়। একই সময়ে আত্মঘাতী বোমা হামলায় ওই সমাবেশের ২৪ জন নিহত হয়েছিল।

এই ঘটনায় গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তারা জানিয়েছে গোয়েন্দা সংস্থার চার কর্মকর্তার সঙ্গে হত্যাকারীদের সংযোগ ছিল। মোশাররফের সরকার হত্যাকান্ডের জন্য তালেবানকে হত্যার জন্য দায়ী করেছিল।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা,২৪ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।